ভারতের টানে কলকাতায় এসেছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর কলকাতায় এসে কী খেলেন তিনি ? উফ সে এক পেল্লাই আয়োজন করা হয়েছিল বিশ্বজয়ীর জন্য। দুপুরের মেন্যুতে ছিল ভাত, বাসন্তী পোলাও, লুচি, ছোলার ডাল, ভাজা মশলা আলুর দম, ঝুড়ি আলু ভাজা, ধোকার ডালনা, পটলের দোরমা,ডাব চিংড়ি,ইলিশ পাতুরি, চট্টগ্রামের চৈতল মুইঠ্যা,সপ্তপদীর অভিনব মাংস,কাঁচা লঙ্কার মুরগি। আর শেষ পাতে আমের চাটনি, খেজুর আমসত্ত্ব চাটনি,পাঁপড়, রসগোল্লা,পান্তুয়া, মিষ্টি দই, লিচু লঙ্কার পায়েস এবং পান।