এখনও ‘সেক্স’ শব্দটি নিয়ে ছুৎমার্গ রয়েছে সমাজে। কিন্তু জানেন কী সঙ্গম আপনার শরীরের জন্য কতটা জরুরি? ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই) এর একটি সমীক্ষা বলছে শারীরিক সম্পর্ক শরীরের পাশাপাশি মনের জন্যও একইভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘ দিন সঙ্গম না করলে শরীর কীভাবে প্রভাবিত হয়?
Foods that are banned outside India: আমাদের দেশে বিপুল জনপ্রিয় এই খাবারগুলো অন্য দেশে নিষিদ্ধ, জানতেন?
গবেষণাটি ১৭,৭৪৪ জনের উপর করা হয়। যাদের মধ্যে ১৫.২% পুরুষ এবং২৬.৭% মহিলা এক বছর ধরে সঙ্গম করেননি। ৮.৭% পুরুষ এবং ১৭.৫% মহিলা ৫ বছর ধরে শারীরিকভাবে মিলিত হননি। গবেষণায় দেখা গেছে ,এটি সরাসরি শরীরকে প্রভাবিত করে না। দীর্ঘ সময় ধরে যৌনমিলন না করলে মানসিক চাপের ফলে উচ্চ রক্তচাপ এবং উদ্বেগ হতে পারে।