শীত মানেই রুক্ষতার কাল। ত্বক থেকে চুল সবেতেই রুক্ষতার আঁচ পাওয়া যায়। সম্প্রতি, অভিনেত্রী রোশনি চোপড়া উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য একটি ‘বোটক্স’ মাস্ক শেয়ার করেছেন। সমস্ত খাওয়ার জিনিস দিয়েই এই মাস্ক তৈরি করে নিতে পারবেন।
Special Begun Vaja Recipe : গরম ভাতের সঙ্গে ডিমের পুর ভরা বেগুন ভাজা, জমে যাবে শীতের দুপুর
কীভাবে বানাবেন বোটক্স মাস্ক?
অর্ধেক স্ম্যাশ করা কলা, এক চা চামচ চালের গুঁড়ো, এক চা চামচ দই, ভাল করে মিশিয়ে একটি ঘন মাস্ক তৈরি করে নিন।
কীভাবে ব্যবহার করবেন?
পরিষ্কার মুখে এই বোটক্স মাস্ক লাগিয়ে মিনিট ২০ থাকুন, তারপর ধুয়ে নিন পরিষ্কার জলে। এতে নিমেষে ফিরবে ত্বকের উজ্জ্বলতা।
ম্যাশ করা কলা এবং দইয়ের সংমিশ্রণ গভীর হাইড্রেশন প্রদান করে, ত্বককে কোমল এবং ময়শ্চারাইজ করে