মেয়েদের এখন একটা সবথেকে বড় সমস্যা হল চুল পড়ে যাওয়া । শত ব্যস্ততার মধ্যে হয়তো অনেকেই পার্লারে যেতে পারেন না । সময় পান না । কিন্তু, জানেন কি অভিনেত্রী টুইঙ্কল খান্না (Twinkle Khanna) শত ব্যস্ততার মধ্যেও নিজের চুলের যত্ন নিতে ভোলেন না । তাইতো তাঁর চুল এত সুন্দর, এত স্বাস্থ্যবান । আপনিও কি টুইঙ্কল খান্নার মতো এরকমই স্বাস্থ্যবান চুল চাইছেন ? তাহলে চিন্তা নেই । সম্প্রতি, চুল ভাল রাখার জন্য একটা হেয়ার মাস্কের (Hair Mask) ঘরোয়া টোটকা শেয়ার করেছেন লেখক-প্রযোজক টুইঙ্কল খান্না । দেখে নিন একঝলকে...
টুইঙ্কলের হেয়ার মাস্ক :
দুটো বড় পেঁয়াজ নিয়ে ভাল করে খোসা ছাড়িয়ে নিন
পেঁয়াজের দু-চারটে টুকরো করে পেস্ট করে নিন
এরপর একটি কাপড়ে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ভাল করে চেপে তার রস ছেঁকে নিন
এবার একটি ছোট পাত্রে দুই চামচ পেঁয়াজের রস, এক চামচ মধু নিয়ে ভাল করে মিশিয়ে নিন
এরপর তাতে তুলো ভিজিয়ে চুলের স্ক্যাল্পে ভাল করে লাগান
চুল ধোয়ার আগে আধ ঘণ্টা পর্যন্ত ওইভাবেই রেখে দিন
আরও পড়ুন, weight loss and fertility: মেদ ঝরালেই বাড়ে মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা? কী বলছে গবেষণা?
পাকা চুলের সমস্যা থাকলে ১৫ থেকে ২০ টা কারিপাতা নিন । তার মধ্যে দুই চামচ পেঁয়াজের রস মিশিয়ে পেস্ট করে নিন । এই প্যাকটা মাথার স্ক্যাল্পে লাগিয়ে এক ঘণ্টা রেখে দেন । তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন ।