১২ দিন পর পুরীর জগন্নাথ মন্দিরে শেষ হল রথযাত্রা উৎসব। শনিবার ছিল নীলাদ্রি বিজে উৎসব। মা লক্ষ্মীর মান ভাঙিয়ে মন্দিরে প্রবেশ করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
কথিত আছে, মা লক্ষ্মীকে না জানিয়েই রথযাত্রায় বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসী গুন্ডিচা দেবীর বাড়িতে চলে যান জগন্নাথ। তাই ৯দিন পর উল্টোরথে ফেরার সময় মন্দিরের দরজা বন্ধ করে দেন মা লক্ষ্মীর ভৃত্যরা। প্রথমে সিংহদরজা ও পরে জয় বিজয় দরজা বন্ধ হয়ে যায় জগন্নাথের জন্য। দেবী লক্ষ্মীকে নানাবিধি উপহার দিয়ে মান ভাঙান জগন্নাথ দেব। এই দিন পুরীর মন্দিরে জগন্নাথ ও মা লক্ষ্মীর আরাধানা করা হয়।
এই অনুষ্ঠানের সঙ্গে ওড়িশার রসগোল্লার ইতিহাসও জড়িয়ে। বলা হয়, মা লক্ষ্মীর মান ভাঙানোর জন্য রসগোল্লা দিয়েছিলেন মহাপ্রভু। নীলাদ্রি বিজে উফসবে মঙ্গলারতি, মাইলামা, সকালধূপা, মধ্যাহ্নধূপা, সন্ধ্যারতি ও সন্ধ্যা ধূপা অনুষ্ঠান হয়। এরপর মন্দিরে প্রবেশ করেন জগন্নাথদেব।