বায়ুদূষণের ভয়াবহ প্রভাব পড়ছে মানবদেহে। হার্টে, শ্বাসনালীতে, লিভারে, মস্তিষ্কে, কিডনিতে বায়ুদূষণের নেতিবাচক প্রভাব নিয়ে একাধিক গবেষণা প্রকাশিত হয়েছে আগেই। তবে সাম্প্রতিক গবেষণা বলছে আরও ভয়াবহ কিছু। মানুষের মনে ঘুণ ধরাচ্ছে বায়ু দূষণ। বিশেষ করে বয়ঃসন্ধিতে।
ডেভেলপমেন্ট সাইকোলজি জার্নালে প্রকাশিত গবেষণা বলছে ওজোন গ্যাস কিশোর কিশোরীদের মধ্যে অবসাদ বাড়াচ্ছে। যানবাহনের ধোঁয়া থেকে তৈরি ওজোন গ্যাস হাঁপানি শ্বাসকষ্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে অবসাদ বাড়াচ্ছে। সবসময় একলা লাগা, মনঃসংযোগ নষ্ট হওয়া কিন্তু এই ধরনের অবসাদের প্রাথমিক লক্ষণ। অবসাদের মাত্রা বাড়লে, ঘুমের ব্যাঘাত এমন কী আত্মহত্যার ভাবনা পর্যন্ত আসতে পারে।
গবেষণাটির জন্য সান ফ্রানসিস্কোর ৯ থেকে ১৩ বছর বয়সি ২১৩ জনকে বেছে নিয়েছিলেন আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশনের একদল গবেষক। কৈশোরেই সকলে দিনের অধিকাংশ সময়ে বাড়ির বাইরে কাটানোর ফলে দূষণের প্রভাব তাদের ওপর সবচেয়ে বেশি পড়ে বলে জানানো হয়েছে গবেষণায়।