আজ অক্ষয় তৃতীয়া । প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি । অক্ষয় শব্দের অর্থ, যা ক্ষয়প্রাপ্ত হয় না অর্থাৎ চিরস্থায়ী । যে কোনও শুভ কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ, উপনয়নের জন্য অক্ষয় তৃতীয়াকে আদর্শ বলে মনে করা হয় । আবার পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিনও হালখাতা হয় । এদিন, বহু ব্যবসায়ী মন্দিরে বা দোকানে পুজো দিয়ে ব্যবসার নতুন খাতা লেখেন ব্যবসায়ীরা । শুভ তিথিতে সকাল থেকেই দক্ষিণেশ্বর, কালীঘাট-সহ বিভিন্ন মন্দিরে ভিড় চোখে পড়ার মতো ।
অক্ষয় তৃতীয়া একনজরে
অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো কেনার চল রয়েছে । বিশেষ তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ধন সম্পত্তি দান করেন । মনে করা হয়, অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ও কুবের দেবের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে ।
শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে মহাভারত রচনা শুরু হয়
অক্ষয় তৃতীয়া বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম তিথি
অক্ষয় তৃতীয়াতেও পুরী ধামে জগন্নাথ দেবের রথ যাত্রার রথ নির্মাণ শুরু হয়
অক্ষয় তৃতীয়া তিথি গণেশের জন্ম তিথি হিসাবে মানা হয়
অক্ষয় তৃতীয়ার শুভ সময়
অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে ভোর ৪টে বেজে ১৭ মিনিটে। এই শুভক্ষণ থাকবে ১১ মে ভোররাত ২টো বেজে ৫০ মিনিট পর্যন্ত