দৈনন্দিন জীবন অনেক সহজ করে দিয়েছে প্রযুক্তি। অ্য়ামাজন (Amazon), গুগলের স্মার্ট (Google) ডিভাইসের ব্যবহার অধিকাংশ ঘরেই বেড়েছে। তবে এই স্মার্ট ডিভাইসের 'ওভারস্মার্ট' আচরণ আপনার ব্যক্তিগত জীবনকে দুর্বিসহ করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই স্মার্ট ডিভাইসই আপনার ঘরে আড়ি পাতছে। এমন কী আপনার ব্যক্তিগত আলোচনা রেকর্ডও করে নিতে পারে।
OYO Hotels: বছর শেষে কাছের মানুষকে কাছ ছাড়া নয়, ৩১ ডিসেম্বর ৫ বছরের রেকর্ড বুকিং OYO-তে
বিশেষজ্ঞরা জানিয়েছে, অ্যামাজন অ্যালেক্সা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার অনুমতি ছাড়াই ভয়েস রেকর্ড করতে পারে। তাই বিশেষজ্ঞদের মত, অন্তরঙ্গ এবং ব্যক্তিগত জায়গা থেকে দূরে রাখুন এই ডিভাইসটি। Alexa উচ্চারণ করা মাত্রই এর মাইক্রোফোন রেকর্ডের জন্য প্রস্তুত হয়ে যায়, তাই এই ডিভাইসের থেকে অবশ্যই সাবধানে থাকুন।