শৈশবে ঠাকুমা-দাদুর মুখ থেকে গল্প শুনতে কী ভালই না লাগত! কিন্তু চিরকাল তো আর তা শোনার মতো সৌভাগ্য হয়না। নাকি হয়? অন্তত হতে পারে বলেই জানাচ্ছে অ্যামাজন অ্যালেক্সা। তাঁদের নতুন ফিচার নাকি আমাদের প্রিয়জনদের, যারা আজ আর নেই, তাঁদের গলাও নকল করতে পারবে।
অ্যামাজন-এর বিজ্ঞানী দলের প্রধান রোহিত প্রসাদ, তাঁদের বার্ষিক ইভেন্ট মার্সে বিষয়টি প্রথম খোলসা করেন। একটি ভিডিওতে তিনি দেখান, এক কিশোর, তাঁর মৃত ঠাকুমার গলায় ঘুম পাড়ানি গল্প শুনছে।
জানা গিয়েছে, মৃত মানুষের গলার অডিও ১ মিনিটের মধ্যেই নকল করে নিতে পারে অ্যালেক্সা। তবে ফিচারটি পাবলিক করা হবে কিনা, তা এখনও জানা যাচ্ছে না।
রোহিত প্রসাদরা একদিকে যেমন বলছেন, অতিমারীতে আমরা কাছের মানুষদের আচমকা হারিয়েছি, তাই এটি খুবই কাজের একটি ফিচার, অন্যদিকে এমন কথা শুনেই সাধারণ মানুষের অনেকেই বলছেন এর অভিজ্ঞতা হাড় হিম করা।