মাত্র ৩২ বছরে ঝরে গেল প্রাণ। সার্ভিকাল ক্যানসারে মৃত্যু হল জনপ্রিয় অভিনেত্রী পুনম পাণ্ডের। সকালে আচমকা এই অপ্রত্যাশিত খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় নেট দুনিয়া।
ক্রমশ বাড়তে থাকা ক্যানসার রোগের মধ্যে আজকাল প্রায়ই শোনা যাচ্ছে সার্ভিকাল ক্যানসারের কথা। আসুন এই ক্যানসার নিয়ে কিছু জরুরি কথা জেনে নিই।
Dental Student Arrested: তরুণীর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে গোপন মুহূর্ত রেকর্ড! গ্রেফতার ডেন্টাল ছাত্র
জরায়ুর মুখ অর্থাৎ জরায়ু এবং যোনি পথের সংযোগ স্থলে এই ক্যানসার হয়। এই অঞ্চলে ক্যানসার কোষের বেড়ে যাওয়াকেই বলে সার্ভিকাল ক্যানসার।
এই ক্যানসারের খুব চেনা কিছু উপসর্গ হল সঙ্গমের সময় পেলভিক অঞ্চলে যন্ত্রণা, রক্তপাত, দুর্গন্ধ হওয়া।
ক্যানসার কোন পর্যায়ে ধরা পড়ছে, তার ওপর নির্ভর করে, কী ধরণের চিকিৎসা হবে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রেডিয়েশন, সার্জারি, কেমোথেরাপি একটার পর একটা করা যেতে পারে। কিন্তু একটু অ্যাডভান্স স্টেজে ধরা পড়লে রেডিয়েশন, কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি করা হয়।
বিশেষজ্ঞরা বলে থাকেন, এই ক্যানসার এড়ানোর একেবারে সুনিশ্চিত উপায় না থাকলেও নিয়মিত প্যাপ স্মিয়ার পরীক্ষা, এইচপিভি টিকাকরণ, নিয়মিত কন্ডোমের ব্যবহার এই ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়।