দেশের সবচেয়ে ধনী পরিবারের বিয়ে কেমন হয়, দেখছে গোটা দুনিয়া, শুধু আজ বলে নয়, দেখছে গোটা বছরজুড়েই। আমন্ত্রিতের তালিকায় দেশ-বিদেশের হু'জ হুরা। । তাঁদের আপ্যায়নের ব্যবস্থাও এলাহি।
কিম কারদাসিয়া থেকে নিক জোনাস, জন সিনা, বরিস জনসন, টনি ব্লেয়াররা এসেছেন অনন্ত-রাধিকার বিয়েতে। শোনা যাচ্ছে ডেভিড বেকহ্যামও আসবেন।
বিদেশিদের আতিথেয়তায় এতটুকু কমতি রাখেনি আম্বানি পরিবার। অতিথিদের মায়ানগরীতে আনার জন্য ফ্যালকন-২০০০ জেট প্লেনের ব্যবস্থা করা হয়েছে, একটা দু'টো নয়, একশোটা। বিয়ের সব অনুষ্ঠানে বিপুল আয়োজন।
যে কার্ড দিয়ে অনন্ত-রাধিকার বিয়ের আমন্ত্রণ করা হয়েছে, সেটাই দেখার মতো, লাল আলমারির মধ্যে রুপোর মন্দির। সঙ্গের বাক্সের ভিতর রয়েছে একটি পশমিনা শাল, বিভিন্ন দেবতার সোনার মূর্তি, অনন্ত-রাধিকার নাম আঁকা একটি মসলিনের কাপড়।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বাণিজ্যনগরীতে। ব্রান্দ্রা কুর্লা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় যানজট এড়াতে এই পদক্ষেপ। সব মিলিয়ে বিলাসবহুল আয়োজন, চোখ কপালে তোলা আমন্ত্রিতের তালিকা এবং তাঁদের আপ্যায়নের বহর।