ফের শিরোনামে 'বাহুবলী'! না, বাহুবলীর পরের পর্বের ঘোষণা করা হয়নি। আমেরিকার একজন নেল আর্টিস্ট তাঁর নখগুলিকে সাজিয়ে তুলেছেন 'বাহুবলী' সিনেমার চরিত্রদের মুখ দিয়ে! মহেন্দ্র বাহুবলী, দেবসেনা, কাটাপ্পা, শিবগামী দেবীদের মুখ নিখুঁতভাবে নখে স্থাপন করে রীতিমতো চমকে দিয়েছেন নেটিজেনদের। ভিভিয়ান জু রাহে নামের ওই শিল্পীর এই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। ভিডিয়োটি শেয়ার করে ওই শিল্পী লিখেছেন, এই ভিডিয়োটি যদি প্রভাস, অনুষ্কা শেঠি ও এস এস রাজামৌলী দেখেন, তাহলেই তাঁর উদ্দেশ্য সফল হবে।
রূপসজ্জা সংক্রান্ত কলার অতি জনপ্রিয় একটি মাধ্যম নেল আর্ট ডিজাইন। ইতিহাস বলে, খ্রীষ্টপূর্বাব্দ ৩০০০ শতাব্দীতে মিশরে এই নেল আর্টের সূচনা হয়। ইনকা সভ্যতায়ও নেল আর্টের চর্চার কথা পাওয়া যায়। ভারতবর্ষেও এই চর্চা অতি প্রাচীন।