ভারতে মহিলাদের রক্তাল্পতায় ভোগার সমস্যা উদ্বেগজনক ভাবেই বাড়ছে। ভারতের ২৫ টি রাজ্যে ১৫-৪৯-বছর বয়সী মহিলাদের ৫০ % অ্যানিমিয়ার রোগী, সম্প্রতি 'ওমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২২' রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই তথ্য।
কেন্দ্রের তরফে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য ব্যবহার করে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সার্ভে অনুযায়ী ২০১৫-১৬-তে মহিলাদের মধ্যে রক্তাল্পতায় ভোগার শতকরা হার ছিল ৫৩ %। ২০১৯-২১-এ তা বেড়ে ৫৭ % হয়েছে।
Moon and Venus: এক ফালি চাঁদের তলায় শুকতারার আশ্রয়, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী কলকাতা
বিশেষজ্ঞরা মহিলাদের রক্তাল্পতায় ভোগার পেছনে যথেষ্ট পুষ্টির অভাব, ভু গর্ভস্থ জলের গুণগত মানের অবনতি, পরিবেশজনিত কিছু কারণ ছাড়াও, খাদ্যাভ্যাস এবং দারিদ্রকেও দায়ী করছেন।