এ তো সবে ছবির ট্রেলার! পিকচার অভি বাকি হ্যায়! বলছি মুকেশ নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের কথা। বিয়ে জুলাইতে। মার্চের প্রথম সপ্তাহে প্রিওয়েডিং অনুষ্ঠান, তাতেই মেনুতে থাকছে প্রায় ২,৫০০ পদ।
বাগদত্তা রাধিকা মার্চেন্টকে আগামী জুলাইতে বিয়ে করতে চলেছেন অনন্ত আম্বানি। মার্চের একেবারে গোড়ার দিকে প্রাকবিবাহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আম্বানিদের জামনগরের ফার্মহাউজে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠদের নিয়েই সেই অনুষ্ঠান। সে অনুষ্ঠানের আড়ম্বর এতটাই, তার মেনুতে থাকছে আড়াই হাজার পদ।
ইন্দোরের ২১ জন পেশাগত রাঁধুনিকে দায়িত্ব দেওয়া হয়েছে অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এর অনুষ্ঠানের সবরকম রান্নাবান্নার।
Sidhu Moosewala: পুত্রশোকের ক্ষত এখনও দগদগে! সিধু মুসেওয়ালার মা অন্তঃসত্ত্বা?
থাই, মেক্সিকান, পারসি, জাপানিস সব পদ থাকছে খাবারে। সকালের জলখাবারে ৭৫ রকম, দুপুরে ২২৫ রকম, নৈশভোজে ২৭৫ টিরও বেশি পদ থাকবে বলে জানা গিয়েছে। রাত বারোটা থেকে ভোর ৪টে পর্যন্ত আবার আলাদা ৮৫ রকমের পদের ব্যবস্থা থাকবে।
দেশের ধনিতম ব্যবসায়ীর ছেলের বিয়ে। যাকে বলে সব অর্থেই বিগ ফ্যাট ওয়েডিং'। প্রি ওয়েডিং-এর অনুষ্ঠানেই থাকবেন দেশ বিদেশের হু'জ হুরা। শাহরুখ-অমিতাভ-রজনীকান্ত থেকে শুরু করে গৌতম আদানি, সঞ্জীব গোয়েঙ্কা এমন কী মার্ক জুকারবার্গ, বিল ক্লিন্টনরাও উপস্থিত থাকছেন অনন্ত-রাধিকার প্রিওয়েডিং অনুষ্ঠানে।