একটানা দেড় মাস দেশের বাইরে ছিলেন অনুরাগ কাশ্যপ। সদ্য ফিরেছেন৷ তারপরেই ঘুরে গেলেন কলকাতা। আমের মরসুমে কলকাতায় এসে বেজায় খুশি বলিউডের তারকা পরিচালক।
মে মাসে অনুরাগ গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। সেখানে টানা ৭ মিনিট করতালি পায় তাঁর ছবি। তার পরে সিডনি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন জুরি হিসাবে। এর মাঝেই একাধিক শুটিং। নানাবিধ অনুষ্ঠান। এর মধ্যেই ফাঁক পেয়ে কলকাতায় এসেছিলেন তিনি৷ দুই বন্ধুর সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন।
আমের মরসুমে অনুরাগ জমিয়ে খেলেন আমের আচার, ভেটকি ভাপা, কাঁচা আম, পোস্ত বড়া, আম দই।ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ছবি।