এমনিতে মুখে তেমন কিছু মাখেন না, কিন্তু শীতে ত্বক একটু টানে, শুকিয়ে আসে বলে বডি লোশনটাই মেখে নিচ্ছেন মুখে? এবার থেকে কিন্তু কিছু ব্যাপার মাথায় রাখতেই হবে তাহলে।
বডি লোশন একমাত্র তাঁরাই মুখে মাখতে পারেন, যাদের ড্রাই স্কিন। ফেস ক্রিমের চেয়ে বডি লোশন একটু বেশি ঘন হয়, তাই মুখে না মাখাই ভাল। মুখের জন্য সবচেয়ে ভাল হালকা কোনও ময়েশ্চারাইজার।
Bengali Release: রহস্য-সাসপেন্স-প্রেমে ভরা শুক্রবার, একই দিনে একাধিক বাংলা সিনেমার রিলিজ
এছাড়া সাধারণত, বডি লোশনে খুব উগ্র গন্ধ থাকে, সে কারণেও মুখের জন্য ভাল না। মুখে বরং একেবারে গন্ধ ছাড়া বা হালকা গন্ধ রয়েছে এরকম ময়েশ্চারাইজার মাখাই ভাল।