নতুন করে একটা দিন শুরু হয় আর তার সঙ্গে মাথাচাড়া দেয় সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড। প্রতিটা নতুন দিনই যেন এখন হরেক ট্রেন্ডের দিন। সাম্প্রতিককালে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স জীবনের প্রায় সবক্ষেত্রেই প্রবেশ করেছে। যার ফলে সহজ হয়েছে আমাদের জীবন। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের নতুন একটি ট্রেন্ড এবার বাজারে এসেছে। যা দেখে শান্ত থাকতে পারছেন না এমনকি নেটিজেনরাও।
সম্প্রতি, শিল্পী মাধব কোহলি টুইটারে বিভিন্ন ছবির একটি সিরিজ শেয়ার করেছেন। ভারতের প্রতিটি প্রদেশের মহিলার ছবি তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স। প্রতিটি ছবিতে রয়েছে সংশ্লিষ্ট প্রদেশের নিজস্বতা এবং আদর্শ। রয়েছে জলবায়ুর প্রভাবও।
এই ছবিগুলো প্রকাশিত হওয়ার পরেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন। কোনও প্রদেশের মহিলাদের ছবি কেমন হওয়া উচিত এবং সেই জায়গা থেকে কতটা ভিন্ন হয়ে দাঁড়াল আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের এই বিচিত্র কীর্তি, তা নিয়েও আলোচনায় মুখর হয়েছে সোশ্যাল মিডিয়া।