মহা আড়ম্বরে ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi 2023) পালন করা হয় আসানসোলের (Asansol) পিয়ালবেড়ায়। কথিত রয়েছে, আসানসোলের মহিশীলা ১ নম্বর কলোনিতে পিয়ালবেড়া শ্মশানের বটগাছে সারা বছর বন্দি করে রাখা হয় প্রেতাত্মাদের। মাত্র একদিন। ভূত চতুর্দশীর দিন। এই দিনেই সকলকে 'মুক্তি' দেওয়া হয়।
মুক্তির পর প্রেতাত্মাদের উদরপূর্তি করতে ভোগের এলাহি আয়োজন করা হয়। ওই বট গাছের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন একে দেওয়া হয়। চারপাশ সাজিয়ে দেওয়া হয় মোমবাতি দিয়ে।
আরও পড়ুন - ইলেকট্রিক আলো পছন্দ করেন না দেবী, বর্ধমানের এই কালীর বিসর্জন হয় ঘুঁটের মশাল জ্বেলে
সারা রাত 'মুক্ত' থাকে প্রেতাত্মারা। ভূত চতুর্দশীর ঠিক একদিন পরেই অর্থাৎ কালীপুজোর রাতে ফের প্রেতাত্মাদের বেঁধে ফেলা হয় মন্ত্রবলে। এমনটাই বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের। তারপর বছরভর ওই গাছেই বন্দি থাকে প্রেতাত্মারা।