বলা হয়, জিনস (Levi's jeans in auction) এমনই একটি বস্তু, যা বিশেষ কাচতে হয় না! যত বেশি পুরনো হবে জিনস, তত বাড়বে তার মাদকতা, এমন একটি কথা যুগের পর যুগ ধরেই চালু রয়েছে সমাজে। কিন্তু, সেই জিনস কতটা পুরনো (Levi's jeans in auction) হতে পারে? বড়জোর ৫-৭ বছরের। কিন্তু, ১৪০ বছরেরও বেশি সময় আগের কোনও জিনস যদি পাওয়া যায়, তাও কি কাচতে হবে? তার থেকেও বড় প্রশ্ন, সেটি কি পরবে কেউ? উত্তর হল, হ্যাঁ! সম্প্রতি নিউ মেক্সিকোতে একটি নিলামে (Levi's jeans in auction) এমনই এক জিনস কিনলেন এক ব্যক্তি ৭৬ হাজার ডলার খরচ করে! ভারতীয় মুদ্রায় যা ৬২ লক্ষ ৬০ হাজার ৮৮০ টাকা!
আরও পড়ুন: ঘুম কেড়েছে ঘুমহীনতা? জেনে নিন মুশকিল আসানের টোটকা
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, কাইলি হপের্ট নামের ওই ক্রেতার বয়স ২৩ বছর। ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগোর ওই ক্রেতা পুরনো পোশাকের ডিলার।
২৩ বছর বয়সী পুরনো পোশাকের ডিলার হপের্ট ছাড়াও ওই জিনসটি কেনার লক্ষ্যে ছিলেন লস আ্যাঞ্জেলেসের দোকান ডেনিম ডক্টরসের মালিক জিপ স্টিভেনসনও। তবে, শেষমেশ 'সফল' (Levi's jeans in auction) হন হপের্টই! তিনি বিশ্বাসই করতে পারছেন না, এমন একটা ঘটনা ঘটে গিয়েছে তাঁর জীবনে! নিলামের সবথেকে মহার্ঘ বস্তু হিসেবে বিক্রি হল লেভিসের ওই জিনসটি।
এই দুনিয়ায় যখন, এরোপ্লেন, টিভি, রেডিয়ো, ট্র্যাফিক সিগন্যাল কিছুই আসেনি, তখন থেকে রয়েছে ওই জিনসটি। প্রায় দেড়শো বছরের কাছাকাছি বয়সী জিনসটির বিক্রির পরে অভিভূত নিলামের পরিচালকরাও।