হাতে মাত্র ক'টা দিন, আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ, আলো জ্বালাবে যারা, তাঁদের ঘরেই অন্ধকার। বাগনানের বাঙ্গালপুরে মাটির প্রদীপের ব্যাবসায়, কুমোরশিল্পে ঘোর মন্দা।
গত দু'বছর করোনার জন্য ব্যবসা মন্দা যাওয়াতে এই বছরে আশার আলো দেখবেন বলে ভেবেছিলেন শিল্পীরা। তবে এই বছরেও ছবিটা কম বেশি একই। প্রদীপ বিক্রি করে দাম পাচ্ছেন না শিল্পীরা। স্বভাবতই কালীপূজার আগে মুখ ভার ওঁদের। অভিযোগ, রাজ্য সরকারও পাশে দাঁড়ায়নি তাঁদের।
বংশ পরম্পরাতে এই কুমোর শিল্পীরা মাটির প্রদীপই বানাতেন, তবে ব্যবসায় লাভের মুখ না দেখলে পেশা বদলানো ছাড়া উপায় থাকবে না, আশঙ্কা শিল্পীদের। তাদের দাবি, কাঁচামালের দাম ক্রমশ বাড়ছে, অথচ তাঁরা প্রদীপ বেচে দাম পাচ্ছেন না। বরাত না পেয়ে অনেকেই বন্ধ করে দিয়েছেন প্রদীপ বানানোর কাজ।
Shibpur Money Recovered: ২০৭ কোটি লেনদেনের প্রমাণ! শিবপুরের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার চার
সরকারি সাহায্য কি কোনওদিন আসবে? উৎসবের মুখে মুখ কালো করে অপেক্ষায় গ্রামবাসী।