পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন কীভাবে ব্যালেন্স করতে হয়, বেশ ভালোই জানে জেন জি। এমনিতেই এই প্রজন্ম বিশ্বাস করে, যেমন মাইনে তেমন কাজ-এই রীতিতে। অহেতুক খাটনি এঁদের নাপসন্দ!
'বেয়ার মিনিমাম মনডে' এই শব্দটি এখন বেশ ট্রেন্ডিং। অতিরিক্ত কাজের চাপে শরীর মনের ক্ষতি তাঁরা বরদাস্ত করবেই না। তাই সপ্তাহান্ত কাটিয়ে প্রথম দিন অফিসে ফিয়েই সাংঘাতিক চাপ তাঁরা নেয় না। ওই হালকা চাপে ভালোয় ভালোয় উতরে দেওয়াতেই জেন জি স্বচ্ছন্দ।
আপনিও ভবিষ্যতে ওঁদের পথই নেবেন ভাবছেন নাকি?