সারাটা বছর মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের সমস্ত আবদার, অভাব অভিযোগ পূরণ করেন যে মানুষটা , নিজের জন্য কিছু করতে সে কয়েকবার ভাবে। হ্যাঁ বাবাদের কথাই বলছি। জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস বা বাবাদের দিন হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনে নিজের সুপার হিরোকে কি দেবেন ভেবেছেন?
স্মার্ট ওয়াচ বা হেডফোন : বাবাকে উপহার দিতে পারেন স্মার্ট ওয়াচ বা হেডফোন। এই আধুনিক প্রযুক্তি তাঁদের ভালোই লাগবে।
ব্যাগ: বাবাকে উপহার দিতে পারেন ভাল একটি ব্যাগ। অফিস যাওয়ার সময় আপনার এই উপহার তিনি নিয়ে যেতে পারেন।
ঘুরতে যাওয়ার টিকিট: সারাদিন কাজ বাড়ি করেই কেটে যায় তাঁদের। বাবাদের উপহার দিতে পারেন ঘুরতে যাওয়ার টিকিট। জীবনে একটু অন্য স্বাদ উপহার দিন।
আরামদায়ক চেয়ার:
উপহার দিতে পারেন একটি আরামদায়ক চেয়ার। যেখানে দিনের শেষে দু’দন্ড জিরোতে পারবেন আপনার বাবা।
Sun Screen for Screen Time: দিনের বেশিটাই স্ক্রিনটাইম, সানস্ক্রিন মেখে বসছেন তো?