বিয়ে মানেই ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন । পার্লারে গিয়ে ফেসিয়াল, স্পা তো চলেই । তবে, ত্বক একেবারে চকচকে, মসৃণ রাখতে বাড়িতেও তার যত্ন নিতে হবে । আর সেক্ষেত্রে চালের গুঁড়োর জুরি মেলা ভার । এটা কোরিয়ান বিউটি ট্রেন্ডের অংশ । কীভাবে ব্যবহার করবেন জেনে নিন ।
স্ক্রাব
চালের গুঁড়োর সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। তারপর তা মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর হালকা হাতে মুখে স্ক্রাব করুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । ত্বকে জেল্লা বাড়বে ।
ফেসপ্যাক
এক চামচ চালের গুঁড়োর সঙ্গে এক চামচ বেসন,এক চামচ টক দই ও এক চিমটে হলুদ মিশিয়ে নিন। এরপর তাতে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার ২০ মিনিট মতো তা মুখে লাগিয়ে রাখুন । শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । সপ্তাহে এক থেকে দুই বার ব্যবহার করতে পারলে ত্বক মসৃণ থাকবে, আর ব্রণ ও দাগছোপ কমাতেও সাহায্য করে ।