আজ ভাইফোঁটা। ভাই-বোনের খুনসুটি ভরা সম্পর্কের উদযাপনের দিন। সারা দেশজুড়েই আজ কোথাও ভাতৃ দ্বিতীয়া, কোথাও ভাইটিকা, কোথাও বা ভাইদুজ।
রাখি পূর্ণিমা ছাড়াও ভাই-বোনের সম্পর্কের উদযাপনের অন্যতম দিন এটা। প্রচলিত প্রথা মেনে, ভাই-এর মঙ্গল কামনায় কপালে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিদিরা। বোনেরা ফোঁটা দিলে অবশ্য উল্টোটা। আর বড় দাদা কিম্বা দিদির কাছ থেকে লোভনীয় উপহারের অপেক্ষায় বোনেদের-ভাইয়েদের বসে থাকা।
Bhaifota Recipe: স্বাস্থ্য সচেতন ভাইকে খুশি করতে কী খাওয়াবেন ভাইফোঁটায়? রইল সুগারফ্রি মিষ্টির রেসিপি
তবে পিতৃতান্ত্রিক রীতি রেওয়াজের প্রতিফলন, ভাইফোঁটার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায়, হালে চালু হয়েছে বোনফোঁটাও। তবে উৎসবের উৎস যাই হোক, কেন্দ্রে যদি উদযাপন থাকে, তা কালজয়ী হয়ে ওঠে, যেমন হয়েছে এই উৎসবে। আর উদযাপনের সঙ্গে মিশে থাকা পেটপুজো? ওটা ছাড়া কীসের ভাইফোঁটা?