গ্ল্যামার দুনিয়ায় থাকা মানুষ যে আর পাঁচজনের থেকে নিজেকে একটু বিশেষ ভাবে সাজাতে পছন্দ করবেন, সেটাই স্বাভাবিক, টলি এবং টেলি অভিনেত্রীরাও- (Celeb Fashion) তার ব্যতিক্রিম নয়। আর নিজেদের যত্ন করে সাজিয়ে, ফ্যাশনেবল করে তুলে অভিনেত্রীরা সে সব ছবি নিয়মিত পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা থেকেই মালুম পড়ে, তারকারা সব সময় যে একেবারে এক্সক্লুসিভ পোশাক পরেন, এমনটা না, অনেক পোশাকই একে অন্যের সঙ্গে মিলে যায়।
এই যেমন সম্প্রতি দুর্গ রহস্যের ট্রেলার লঞ্চে রুক্মিণীকে (Rukmini Maitra) দেখা গিয়েছিল একটি ঘিয়ে রং-এর কাজ করা শাড়িতে, বেশ মানিয়েছিল অভিনেত্রীজে, অবিকল সেই শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ছবি রয়েছে কৌশানীরও (Kaushani Mukherjee)। শুধু শাড়ির সঙ্গে ব্লাউজ আলাদা দুজনের।
Celeb Fashion: ঘরোয়া থেকে কর্পোরেট সবেতেই মানানসই শ্রাগ-জ্যাকেট, বং সেলেবদের ওয়াড্রোবেও এরাই ইন
শ্রাবন্তীর (Srabanti Chatterjee) নীল এই ফ্লোরাল লং ম্যাক্সি ড্রেসটা কী চমৎকার! কিন্তু একটু চেনা চেনা নয় কি? ঠিক ধরেছেন, তৃণা সাহার (Trina Saha) ফেসবুক প্রোফাইল ছবিতেই অবিকল একই ড্রেস পরা ছবি।
তারকা বলে পোশাক একেবারে অভিনবই হতে হবে, এমন কোথায় লেখা আছে? বরং কোন পোশাক কে কেমন ক্যারি করছেন, সেটাই দেখার।