বিয়ের দিনটা সব মেয়ের কাছেই রূপকথার মতো। স্বপ্নের রাজপুত্তুরের সঙ্গে মিলে যাওয়ার দিনটায় সকলেই চায় তাকে স্পেশাল লাগুক। শীত পড়তেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। সামনের ডিসেম্বরেই হয়ত আপনার বিয়ের দিন, ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে তার তোরজোর। কিন্তু নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন তো? মেকাপ আর্টিস্ট এসে যতই আপনার সমস্ত খুঁত ঢেকে দিক না কেন ত্বক ভালো না হলে কিন্তু মেকাপ ও বসবে না৷
পার্লারে গিয়ে ফেসিয়াল করানো একদিকে যেমন ঝক্কি, তেমনই এর জন্য উড়ে যায় হাজার হাজার টাকাও। আজ আপনাদের জানাব মা ঠাকুমাদের ত্বকের যত্ন নেওয়ার কিছু টোটকা। যেগুলি ব্যবহারে আপনার জেল্লায় ফিকে হবে সমস্ত কিছুই।
ত্বক ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটিন হল CTM বা ক্লিনিং, টোনিং, মশ্চারাইজিং। অর্থাৎ মুখ পরিস্কার করে টোনার লাগিয়ে মশ্চারাইজার লাগানো মাস্ট। গোলাপ জল এবং অ্যালোভেরা দীর্ঘদিন ধরেই রূপটানে ব্যবহৃত হয়ে আসছে। সারাদিনে দুবার গোলাপ জলে মুখ পরিস্কার করে লাগাতে পারেন অ্যালোভেরা জেল। এছাড়া ৩ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ এবং ৩ টেবিল চামচ টক দই দিয়ে একটি ঘন প্যাক তৈরি করে নিয়মিত মুখে লাগালে খুব শিগগিরই প্রাকৃতিক উপায়েই ফিরে আসবে আপনার জেল্লা।