গরম কাল পড়ে গিয়েছে। তাই লম্বা চুল রাখা এই সময় বেশ ঝক্কির৷ ঘামে চুলের ক্ষতি হওয়ার পাশাপাশি তীব্র গরমে লম্বা চুলের যত্ন নেওয়াও বেশ কষ্টসাধ্য। গরম পড়তেই নিশ্চিত ভাবছেন চুল ছোট করার কথা? ক্লাসিক বব হেয়ার কাটের বিশ্বজোড়া জনপ্রিয়তা তো আছেই। কিন্তু এই গরমে ট্রাই করতে পারেন একেবারে ট্রেন্ডিং 'বাবল বব' হেয়ার কাট৷
নাম থেকেই আন্দাজ করা যায় ফুরফুরে, ফোলা চুলের এই নতুন হেয়ারকাট গ্রীষ্মের জন্য বেশ আরামদায়ক। হেইলি বিবার, জেন্ডায়া, সিয়ারা, এলসা হস্ক এবং প্যারিস হিলটন সহ বেশ কিছু নামজাদা মডেল ইতিমধ্যেই এই বাবল বব হেয়ার কাটে তাক লাগিয়েছেন৷