সবে শেষ হয়েছে বিয়ের মরসুম। আর বিয়ের পরেই নব দম্পতিদের প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় ‘হানিমুন’ (Honeymoon)-এ কোথায় যাবেন। একেই বিয়েতে বিপুল খরচ যায়, তাই হানিমুনের ক্ষেত্রে বাজেট নিয়ে একটু টানাটানি পড়েই যায়। তবে নো চিন্তা, কম খরচে দেশের মধ্যেই সেরে আসতে পারেন অপূর্ব হানিমুন। বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, ভারতেই রয়েছে দেখার মতো জায়গা।
দেশের মধ্যে বিলাসবহুল হানিমুন ডেস্টিনেশন হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নীল জলরাশি, অপূর্ব সমুদ্র সৈকত, এছাড়া জঙ্গল সাফারি , সাঁতারের সুযোগ ও রয়েছে। তাই কম খরচে মালদ্বীপের অনুভূতি পেতে যেতেই পারেন আন্দামান।
Marigold Face Pack: শীতেও চাই নরম ঝকঝকে ত্বক? ছাদের গাঁদা ফুলেই করুন রূপচর্চা
কাশ্মীরকে বলা হয় ভারতের ভূস্বর্গ। এই অপূর্ব জায়গায় একবার গেলে আর ফিরতে ইচ্ছে করবে না আপনার, খরচও সাধ্যের মধ্যেই। মুঘল গার্ডেন, ডাল লেক, শালিমার ব্যাগ, নিশান্ত বাগে একান্ত প্রিয় মানুষের সঙ্গে কাটিয়ে আসুন বেশ কয়েকটা দিন।
রাজকীয় হানিমুন ডেস্টিনেশন হতে পারে রাজস্থান। এক সপ্তাহের এই ট্যুরে অসংখ্য জিনিস দেখার পাশাপাশি দেখে আসুন ঐতিহ্যবাহী হস্তশিল্প।