কথিত আছে রাজা-বল্লাল সেন যখন নদী পথ ধরে তার তান্ত্রিক কে নিয়ে বর্ধমান জেলার কাঁকসা জঙ্গলে অজয় নদীর পাড়ে আশ্রয় নেয়, সেই সময় থেকেই হয়ে আসছে তান্ত্রিক কালীর পুজো। পরে জঙ্গল কেটেই তৈরি হয়েছে এই গ্রাম, তাই এই গ্রামের নাম বনকাটি।
বল্লাল সেনের সময় নরবলি হতো, এখন মহিষ, ভেড়া ও ছাগল বলি হয়। যেহেতু নর বলি হতো সেই কারণে এই পরিবারের লোকেরাই তাদের শরীরে রক্ত দেয় এই কালীপুজোর দিন। পুজো হয় তান্ত্রিক মতেই। আর এই পুজোকে ঘিরে শুধু এই এলাকার মানুষ নয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করে। পুজো তো হয় রাতে, কিন্তু সকাল থেকেই ভিড় করেন ভক্তরা।
রায় পরিবারের গৃহবধূরা জানিয়েছেন এই মায়ের পুজো ঘিরেই সারা বছরের অপেক্ষা।