তা সে যতই কাল হোক... ফ্যাশনে অবশ্য যতই নয় যত কালো, তত ট্রেন্ডি! সাদা লাল, হলুদ কমলা, সবুজ, সব রং- কখনও ইন, কখনও আউট। কালো কিন্তু নিজের জায়গা করে নিয়েছে পাকাপাকি, ব্ল্যাক ইস নেভার আউট অফ ফ্যাশন।
স্পোর্টি লুক, পার্টি লুক, আবার জমকালো কোনও অনুষ্ঠান, সবেতেই কালোর কদর। শর্ট কিম্বা লং ড্রেস স্কার্ট, শাড়ি, সবেতেই খোলে কালো রং।
সঙ্গে একেবারে যৎসামান্য গয়না বা অ্যাকসেসারিজ, আবার ভারী সাজ, দুইয়েই সমান মানায় কালোতে। বং সেলেবদের ওয়ার্ডরোবে আর যে রং থাকুক না থাকুক, কালো পোশাক থাকবেই।
শাড়ি ক্ষেত্রে কালোর সঙ্গে পাড়ে অন্য রং-এর কম্বিনেশনও বেশ খোলে, স্কার্টের সঙ্গে কালো টপ বা রঙিন টপের সঙ্গে কালো স্কার্ট, দুই-ই দারুণ মানায়।
সব মিলিয়ে কবিদের চোখে যেমন কালো জগতের আলো, গ্ল্যামার দুনিয়ায় কালো ফ্যাশনের আলো।