রোজ নতুন নতুন হাল ফ্যাশনের (Fashion) পোশাক পরাই কি স্টাইল? আজকাল কিন্তু অন্য একটা ট্রেন্ড হয়েছে, সাসটেনেবেল ফ্যাশন (Sustainable Fashion)। ঘন ঘন ওয়ার্ডরোব একেবারে বনতুন করে না সাজিয়ে কিছু অ্যাকসেসারিজ (Accessories) বদলে 'লুক' বদলানোর চেষ্টা করছেন তারকারাও।
পোশাক রিপিট করছেন, কিন্তু লুকে থাকছে নতুনত্ব, আর এ ক্ষেত্রে খুব কাজে দেয় নানা ধরনের বেল্ট। ভাবছেন বেল্ট তো সব পোশাকের সঙ্গে যায় না! একেবারে ভুল ভাবছেন। আজকাল প্যান্ট ছাড়াও, ড্রেস, স্কার্ট এমন কী শাড়ির সঙ্গে বেল্ট পরাও স্টাইল।
Celeb Fashion: কালো, ফ্যাশনের আলো! বং সেলেবদেরও সবচেয়ে প্রিয় ব্ল্যাক
বেল্টের রকম ফের আছে, নানা মাপের, নানা রং-এর বেল্ট আছে, কোনও পোশাকে চওড়া বেল্ট ভাল লাগে, কোথাও আবার সরু। কালো বেল্ট কম বেশি সব পোশাকেই মানায়, তবে রঙিন, ব্রাউন, অফ হোয়াইট বেল্টেরও চাহিদা খুব।