ফ্যাশন (Fashion trend) আসলে কেমন সমুদ্র সৈকতের মতো না? সমুদ্র যেমন কিছুই নিয়ে যায় না, সব ফিরিয়ে দেয়, ফ্যাশনও সেরকম। বহু বছরের পুরনো ফ্যাশন ফিরে ফিরে আসে। এই যেমন এখন ফিরে সাতের দশকের ববি প্রিন্ট (Bobby Print) ফ্যাশন, একটু অন্য নামে, পলকা ডট (Polka Dot)।
এই প্রিন্টের ড্রেসই সবচেয়ে হিট। পড়লেই মনে হয় 'বসন্ত এসে গেছে'। তাছাড়া পলকা ডটের টপ তো দারুণ জনপ্রিয়। সম্প্রতি ঋতাভরী পরেছিলেন পলকা ডটের শাড়ি, বেশ একটা রেট্রো লুকও ছিল তাতে। পার্টি তে আবার শাড়ি পরার চল ফিরেছে আজকাল।
Celeb Fashion: ঘরোয়া থেকে কর্পোরেট সবেতেই মানানসই শ্রাগ-জ্যাকেট, বং সেলেবদের ওয়াড্রোবেও এরাই ইন
এছাড়া পলকা ডটের শর্ট-মিড লেন্থ-এবং লং ড্রেস তিনটেই দারুণ জনপ্রিয়। সাতের দশকের জনপ্রিয় ছবি 'ববি'তে ডিম্পল কাপাডিয়া পরেছিলেন এই প্রিন্টের টপ, সেই তখন দারুণ জনপ্রিয় হয়েছিল ববি প্রিন্ট। হালে অবশ্য নাম বদলে তা এখন পলকা ডট।
মধুমিতা সরকার, রুক্মিণী মৈত্র দুজনকেই দারুণ মানায় এই প্রিন্টের পোশাকে। অন্যদিকে কোয়েলও প্রায়ই ববি প্রিন্টে সেজে ওঠেন।