মাসে দু'টোর বেশি গ্যাস সিলিন্ডার নেওয়া যাবে না । ১৪.২ কেজির সিলিন্ডার সারা বছরে পরিবার প্রতি বরাদ্দ হয়েছে সর্বোচ্চ ১৫টি। সাধারণ গ্রাহকের জন্য গ্যাস সিলিন্ডারের প্রাথমিক সীমা বেঁধে দিল কেন্দ্র । গৃহস্থের হেঁশেলের জন্য বরাদ্দ রান্নার গ্যাস সিলিন্ডার (১৪.২ কেজি) বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে লাগানো হচ্ছে, এরকম অভিযোগ উঠছিল বেশ কয়েক বছর ধরেই। তা বন্ধ করতেই নয়া সিদ্ধান্ত কেন্দ্রের । ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস— তিন সংস্থার ক্ষেত্রেই নতুন নিয়ম চালু হয়েছে ।
পরিবারের লোকসংখ্যা বেশি হলে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে সমস্যা হতে পারে, বলছেন অনেকেই । তবে তেল সংস্থা এবং ডিস্ট্রিবিউটর মহলের দাবি,বছরে ১৫টির বেশি সিলিন্ডার লাগলে আলাদা ভাবে আবেদন করতে হবে । পরিবারের বিস্তারিত তথ্য রয়েছে, এমন নথি সমেত আবেদন করতে হবে। ডিস্ট্রিবিউটর তা খতিয়ে দেখবে। তবে ভর্তুকিযুক্ত সিলিন্ডার বছরে ১২ টির বেশি পাওয়া যাবে না কোনও মতেই । তবে, মাসে ২টি সিলিন্ডারের ক্ষেত্রে কী নিয়ম হবে সেটা জানা যায়নি ।
কলকাতায় বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম (১৯ কেজি) ১৯৯৫.৫০ টাকা। সাধারণ গ্রাহক ১৪.২ কেজির সিলিন্ডার কেনেন ১০৭৯ টাকা দিয়ে। তেল সংস্থাগুলির দাবি, দামের এই বিপুল ফারাকের কারণেই কারচুপি হয়।