ঝলমলে সুন্দর চুল পেতে সবার আগে জরুরি যত্ন। এর প্রথম ধাপ হল চুল পরিষ্কার রাখা। অর্ধেক চুলের সমস্যা মিটে যায় স্ক্যাল্প পরিষ্কার থাকলে। তবে ক্লিনজিং-য়ের পদ্ধতিও ঠিকঠাক হওয়া চাই। শ্যাম্পু করার সময় মুঠো মুঠো চুল ওঠে, আর ওমনি আপনি ব্র্যান্ড বদলে ফেলেন? মনে রাখবেন, এটা ভুল পদ্ধতি।
আসলে শ্যাম্পুর মধ্যে থাকা উপাদান বুঝে কেনা উচিত। সব শ্যাম্পুই যেমন আপনার চুলের জন্য উপযুক্ত নয়, তেমনই ক্ষতিকরও নয়৷
সালফেট: শ্যাম্পুতে থাকা সালফেট চুল ভাল পরিষ্কার করে৷ কিন্তু এতে চুল ফ্রিজি হয়ে যায়৷
সোডিয়াম ক্লোরাইড: শ্যাম্পু ঘন করার জন্য এই উপাদান ব্যবহার করা হয়। কিন্তু এতে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।
অ্যালকোহল: অধিকাংশ শ্যাম্পুতেই এই উপাদান থাকে। এতেও চুল রুক্ষ হয়।
তাই প্রোডাক্ট কেনার সময় এই উপাদানগুলির মাত্রা দেখে কিনুন এবং অবশ্যই সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করুন।