শুরু হয়ে গিয়েছে চারদিনের ছট পুজা। কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকেই ছট উৎসব (Chhat Puja 2023) পালিত হয়। ইতিমধ্যেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে ছট উৎসব। রীতি অনুযায়ী, প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন সূর্য পুজো করে মোট চারদিনের ছট উৎসব পালন করা হয়।
চলতি বছরের ছটের সময় ?
এই বছর ছট শুরু হয়েছে ১৭ নভেম্বর ২০২৩ অর্থাৎ শুক্রবার থেকে। ২০ নভেম্বর ঊষা অর্ঘ্য ও পারণের মধ্য দিয়ে শেষ হবে ছট উৎসব। ১৭ তারিখ অর্থাৎ শুক্রবার না-খায় উৎসবের মধ্যে এই উৎসব পালন করা শুরু হয়ে গিয়েছে। শনিবার দ্বিতীয় দিন খরনা, রবিবার তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য, সোমবার চতুর্থ দিন ঊষা অর্ঘ্যের মাধ্যমে এই উৎসবের সামাপ্তি হবে। যারা এই ব্রত করেন তাঁরা এই পুজোর জন্য ৩৬ ঘন্টা উপবাস রাখেন।
আরও পড়ুন - নবদম্পতিদের মধ্যে পুজোর চল, জানুন কার্তিক পুজোর দিনক্ষণ, ইতিহাস
কেন পালিত হয় এই উৎসব?
ছট উৎসব আদতে ছটি মাতা অর্থাত্ ষষ্ঠী দেবীর পূজা। পুরাণ অনুযায়ী, রাজা প্রিয়ব্রতের মৃত সন্তানের প্রাণ দান করেছিলেন ষষ্ঠী দেবী। সেই সময় রাজা খুব খুশি হয়ে দেবীর পুজোর প্রচলন শুরু করেন। এরপরেই সর্বত্র ছড়িয়ে পড়ে এই পুজো।