আজ, ১৪ নভেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে শিশু দিবস । একইদিনে জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু । শিশুদের প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি । তাঁকে সবাই 'চাচাজী' বলে সম্বোধন করতেন । শিশুদের জন্য নানা উদ্যোগও নিয়েছিলেন তিনি । তাই,তাঁকে শ্রদ্ধা জানাতেই ১৪ নভেম্বর শিশুদিবস পালন করা হয় দেশজুড়ে ।
আগে দেশে শিশুদিবস ১৪ নভেম্বর নয়, জাতিসংঘের তারিখ অনুযায়ী ২০ নভেম্বর পালন করা হত । জাতিসংঘই প্রথম শিশু দিবস পালন করা শুরু করে । সারা বিশ্বে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকারের বিষয়ে সচেতনতা ছড়াতেই এই দিনটির সূত্রপাত । ভারতে ১৯৬৪ সাল পর্যন্ত ২০ নভেম্বর পালন করা হতো শিশু দিবস । নেহেরুর মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানাতে তারিখ পরিবর্তন করা হয় । সেই থেকে ১৪ নভেম্বর নেহেরুর জন্মদিনের পাশাপাশি শিশু দিবস পালন করা হয় দেশজুড়ে ।
শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য নেহুরুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ । শিক্ষার গুণমান বাড়াতে তিনি বেশ কয়েকটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন । বারবার তাঁর বক্তৃতায় উঠে এসেছে শিশু শিক্ষার কথা । তিনি বলতেন, শিক্ষাই শিশুদের ভবিষ্যত গড়বে । তাঁকে শ্রদ্ধা জানিয়ে, ১৪ নভেম্বর স্কুলগুলিতে পালন করা হয় শিশুদিবস । এদিন স্কুলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । শিক্ষকদের তরফ থেকে চকলেট, কেক, নানা পুরষ্কার মেলে । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হয় শিশু দিবস । এডিটরজি বাংলার তরফ থেকে সকলকে শিশু দিবসের শুভেচ্ছা । সুন্দর মনের বিকাশ ঘটুক ।