প্রেমের সপ্তাহের আজ তৃতীয় দিন। আজ চকোলেট ডে। ফুলের পরই সবচেয়ে প্রচলিত জনপ্রিয় উপহার চকোলেট। যে কোনও বয়সেই আমাদের সকলের ভীষণ প্রিয়। আর ভাল্বাসার মানুষকে চকোলেট দিলে খুশি যেন মুহূর্তে দ্বিগুণ হয়ে যায়। প্রিয় মানুষের ওই উজ্জ্বল হাসিটার জন্য।
তা, কোথা থেকে শুরু হল এই দিনটির চল? ভিক্টোরিয়ান যুগে রিচার্ড ক্যাডবেরি নামে এক চকোলেট-বিক্রেতা হার্ট-শেপড বাক্সে চকোলেট ভরে বিক্রি করতেন ভ্যালেন্টাইন উইকে। সেখান থেকেই ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই রীতি।
১৯৫০ সাল থেকে জাপানেও ভ্যালেন্টাইনস ডে-তে চকোলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয়। তবে ওই দেশে কেবল প্রেমিকারাই চকোলেট উপহার দেন পুরুষদের।