রীতি মেনে বেলুড় মঠে(Belur Math) সাড়ম্বরে পালিত হল বড়দিন(Christmas) । প্রতিবারের মতো এবারও ২৪ ডিসেম্বরের সন্ধ্যে থেকেই শুরু হয়েছে যিশুর আরাধনা । সন্ধ্যারতির পর বেলুড় মঠের গর্ভগৃহে প্রার্থনা ও পুজোর আয়োজন করা হয় ।
মূলত, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে যিশুর ছবি বসানো হয় । মোমবাতি ও ফুলে সাজিয়ে তোলা হয় ছবি । যিশুর ছবির সামনে রাখা হয় কেক, ফল, মিষ্টি । বড়দিন উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয় মঠ চত্ত্বর ।
আরও পড়ুন, Christmas: ওমিক্রনের আতঙ্ক পেরিয়ে বড়দিন পালন করল গোটা দেশ
শুক্রবার ক্যারলের মাধ্যমে পুজোর সূচনা হয় । এরপর ইংরেজি ও বাংলায় বাইবেল পাঠ করা হয় । এদিন, সেখানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা ।