কোভিডের(Covid) আতঙ্ক এখনও কাটেনি । ওমিক্রন(Omicron) নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে । কিন্তু, তা বলে কি বছর শেষের বড়দিনের উৎসবের আনন্দ বাদ দেওয়া যায় ? একেবারেই নয় । বরং, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপত্তার(Covid Safety) কথা ভেবে এবার বাড়িতেই পালন করুন বড়দিন । তার জন্য রইল কিছু টিপস ।
সিনেমা দেখুন ও পরিবারের সঙ্গে সময় কাটান
উৎসবের মরসুমে পরিবারের সঙ্গে সময় কাটানোর সেরা সময় তো এটাই । সেক্ষেত্রে সবথেকে ভালো বিকল্প হতে পারে সিনেমা(Cinema) । আর তার জন্য তো নেটফ্লিক্স(Netflix) আছেই । পরিবারের সঙ্গে আপনার পছন্দের ক্রিস্টমাসের সিনেমা দেখুন ও বড়দিন উদযাপন করুন ।
ভার্চুয়াল পার্টির আয়োজন করুন
জুম(Zoom) ও গুগল মিট(Google meet) ভার্চুয়াল পার্টির(Virtual Party) জন্য আদর্শ । তাই বাড়িতে জমায়েত না করে ভার্চুয়াল পার্টির আয়োজন করুন ।আর আপনার প্রিয়জনের সঙ্গে বড়দিনের উৎসবে মেতে উঠুন ।
আরও পড়ুন, Year Ender 2021: জীবনের কী কী বদলাল নিউ নর্মালে কাটিয়ে দেওয়া একটা বছরে?
দূর থেকেই প্রিয়জনকে পাঠান উপহার
বড়দিন মানেই সিক্রেট সান্টা(Secret Santa), দারুণ দারুণ উপহার(Gifts) । পরিবার ও বন্ধুদের মধ্যে উপহার দেওয়ার প্রথা বজায় রেখে আপনিও কিন্তু কারও সিক্রেট সান্টা হয়ে উঠতে পারেন । শুধু তাই নয়, অনলাইনেও সিক্রেট সান্টা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনি ।
বাড়িতেই তৈরি করুন কেক, কুকিজ
ক্রিসমাস মানেই কেক(Cake) । এইসময় কেকের দোকানগুলিতে চোখে পড়ার মতো ভিড় থাকে । তবে এবার বাইরে থেকে না কিনে, বাড়িতেই বানিয়ে ফেলুন পছন্দের কেক, কুকিজ ।
পরিবারের সঙ্গে গেম নাইট পরিকল্পনা করুন
বড়দিনের রাতটা পরিবারের সঙ্গে গেম নাইটের(Game Night) প্ল্যান করতে পারেন । কিংবা প্রিয়জনের সঙ্গে আপনার পছন্দের ক্রিসমাসের গানের আসর বসাতে পারেন ।