বড়দিনে(Christmas) সেজে উঠেছে তিলোত্তমা । কেকের গন্ধে ম ম করছে গোটা শহর । পার্ক স্ট্রিটে(Park Street) আলোর রোশনাই । বাহারি আলোয় সেজে উঠেছে city of joy ।
প্রতি বছর ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট । এ বারও তার ব্যতিক্রম হয়নি । তবে এবার বিশেষ নজর কাড়ছে পার্ক স্ট্রিটের এপিজে হাউসে কাছে ৫৪ ফুটের ক্রিসমাস ট্রি । ১৬১টি ছোট ও বড় তারা দিয়ে ওই গাছটি সাজানো হয়েছে। এ ছাড়া গাছে রয়েছে ৩৫০টি বল, ৩০০টি ঘণ্টা এবং ১০০টি উপহারের বাক্স । সেইসঙ্গে রয়েছে সাত ফুট লম্বা সান্তা ক্লজ ।
আরও পড়ুন, Christmas 2021 : কোভিড আবহে বাড়িতেই পালন করুন বড়দিন, রইল টিপস
বৃহস্পতিবার রাত থেকেই পার্ক স্ট্রিটে ভিড় করছে শহরবাসী । ইতিমধ্যে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে । পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে ৩ হাজার পুলিশ কর্মী । ৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি ।