আজ বড়দিন। আজকের দিনেই যীশুর জন্মদিন উদযাপন করা হয় বিশ্বজুড়ে। ইতিহাস অনুযায়ী ২৫ ডিসেম্বর বেথেলহেম শহরে মা মেরির কোলে জন্মেছিলেন যীশু।
যদিও, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে যীশুখ্রিস্টের জন্মের নির্দিষ্ট কোনও তারিখ দেওয়া নেই। ৩৩৬ সাল থেকে এই দিনটিকে যিশুর জন্মদিন হিসাবেই নথিভুক্ত করেন রোমানরা। তারপর থেকেই এই দিনটিকেই বড়দিন হিসেবে পালন করা হয়।
এরপর থেকে এই উৎসব শুধুমাত্র খ্রিষ্টধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বের প্রতিটা কোনায় ধুমধাম করে পালিত হয় ক্রিসমাস। কলকাতায় বড় করে পালিত হয় বড়দিন। সাজিয়ে তোলা হয় পার্কস্ট্রিট এলাকা। আলোয় সেজে ওঠে বো-ব্যারাক। কলকাতা এবং তার সংলগ্ন এলাকার চার্চে ভিড় করেন রাজ্যবাসী।
আরও পড়ুন - ক্রিসমাস ইভের রাতেই মোজায় উপহার রেখে যায় সান্টা বুড়ো, আসল কাহিনি জানেন ?
এই দিনে রংবেরঙের কেক, চকলেট, রঙিন আলো দিয়ে সাজিয়ে ফেলা হয় শহরের একাধিক এলাকা। উৎসবের আনন্দে মেতে ওঠেন আট থেকে আশি।