ডিসেম্বর পড়া মানেই 'বড়দিন'(Christmas)-এর জন্য দিনগোনা শুরু । সান্টাক্লজ, ক্রিসমাস ট্রি(Christmas Tree), কেক(Cake), সেইসঙ্গে দারুণ দারুণ উপহার(Gifts)- এই সবকিছুর জন্য থাকে বছরভরের অপেক্ষা। সব ধর্মের মানুষই 'বড়দিন'-এর উৎসবে মেতে ওঠেন ।
২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় । খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ । খ্রিস্টানরা বিশ্বাস করেন, যিশু হল ঈশ্বরের পুত্র । মানুষকে সমস্তরকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর ।
বড়দিনের আগের দিন, খ্রিস্টমাস ইভ-এর সন্ধ্যা থেকে উদযাপন শুরু হয় । (Christmas Eve) । এদিন, প্রভু যিশুকে স্মরণ করে সবাই ক্যারল(লোকগীতি) গায় । গির্জাগুলিতে চলে প্রার্থনা এবং সুসজ্জিত ট্যাবলোর মধ্যে দিয়ে যিশু খ্রিস্টের জন্ম কাহিনি দেখানো হয় ।
আমরা অনেকেই জানিনা, ক্রিস্টমাস কিন্তু একদিনের উৎসব নয়, বরং ১২ দিনের।
বড়দিনে ঘর-বাড়ি সেজে উঠবে না, তা আবার হয় নাকি, বিশেষ করে ঘরে কচিকাঁচারা থাকলে তো কথা-ই নেই! অনেকেই এদিন বাড়িতে নিয়ে আসেন ক্রিসমাস ট্রি। নানাধরনের উপহার, জিঙ্গল বেল, রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলেন ক্রিসমাস ট্রি ।
আর বড়দিন মানেই তো 'কেক'(Cake) । আর সেইসঙ্গে থাকে কয়েকটি ট্র্যাডিশনাল খাবার যেমন, রোস্টেড টার্কি(Roasted Turkey), জিনজার ব্রেড(Gingerbread), পুডিং(Pudding), এগনগ(Eggnog) আরও কত কী! ।