Christmas Bow Barrack: বো ব্যারাকের বড়দিন! সাত দিনের আলো আর বছরভরের উপেক্ষা নিয়ে বেঁচে অ্যাঙ্গলো পাড়া

Updated : Dec 30, 2024 15:39
|
Editorji News Desk

কসমোপলিটান কলকাতার অলিতে গলিতে অনেক অনেক ভাগ। কোনওটা চিনে পাড়া, কোনওটা গুজরাতি মহল্লা, কোনওটা আবার দক্ষিণ ভারতীয়দের গলি। তেমনই বউ বাজার চত্ত্বরে কলকাতার অ্যাঙ্গলো পাড়া। বো ব্যারাক। ডিসেম্বরের শহরে, যখন কলকাতার বেকারিগুলোয় ম ম করে কেক কুকিজের গন্ধ, যখন পাড়ায় পাড়ায় জমে ওঠে গলি ক্রিকেট বা ব্যাডমিন্টনের আসর, দুপুর গড়ালেই যখন সূর্য ঢলে পড়ে অস্তাচলে, সেই সময়ে সারা বছরের ঝুল কালি মুছে সেজে ওঠে বো ব্যারাক। এই শহরের অ্যাঙ্গলো পাড়া। 

লালবাড়ির চারদিকে বড়দিন-নতুন বছরের ক'টা দিন আলোর রোশনাই। উপচে পড়ছে মানুষের ভিড়। লালবাড়িকে পেছনে রেখে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ফি বছর! উৎসব ফুরলো? বো ব্যারাকের আলো নিভলে? তখন তো অন্ধকার! সে অন্ধকারে আমরা হাত ধরিনি তো ওঁদের। খোঁজ রাখিনি, ওদের মধ্যে কে ডমিনিক, কে অগাস্টিন, কে মারিয়া। খবর রেখেছি, আনন্দের, উদযাপনের এই একটা সপ্তাহ ছাড়া কী ভাবে কাটে ওদের একটা বছর, দু'টো বছর, গোটা জীবন? ওদের ঘরের নোনা দেওয়ালে কতোটা অভিমান জমে, এই শহর তার খবর রাখেনি। 

আট-নয় দশক ধরে এই শহরের সহনাগরিক ওরা। অথচ, কলকাতার মানুষের কাছে ওরা এখনও 'আমরা' হয়ে উঠল না। এক একটা জীবনে আমরা বাঁচি কতো শত পরিচয় নিয়ে। এক এক পরিচয়ের গায়ে আলো এসে পড়ে এক এক সময়ে। অথচ ওদের জন্য রাখা শুধুই 'অ্যাঙ্গলো' জীবন, 'অ্যাঙ্গলো' যাপন। বড়দিনে, মনটা আর একটু বড় করি আমরা? বো ব্যারাকের রাস্তায় আর একটু আলো পড়ুক বছরজুড়েই। যাতায়াত থাক ঘনঘন। 

Park Street

Recommended For You

editorji | লাইফস্টাইল

Lady Canning: কেক নয়, ভাইসরয় দম্পতির জন্মদিনে খাওয়া হত মিষ্টি! কলকাতায় মন বসত না, প্রিয় ছিল এই শহর

editorji | লাইফস্টাইল

Begum Johnson: বেগম জনসন! আজও গল্পের ঝুলি খুলে বসেন কলকাতার 'গ্র্যান্ড ওল্ড লেডি'

editorji | লাইফস্টাইল

Kolkata Piano: শহরের সবচেয়ে বড় পিয়নোটা লুকনো আছে কলকাতার-ই এক চার্চে, জানেন?

editorji | লাইফস্টাইল

St John's Church: অফিস পাড়াতেই চিরঘুমে জোব চার্নক...একটু দূরেই শুয়ে বেগম জনসন! কে এই রহস্যময়ী?

editorji | লাইফস্টাইল

Korean Food in Kolkata: বিবিমবাপ রাইস থেকে রমন নুডলস! কে-ড্রামার মতোই কোরিয়ার খাবারে মজে কলকাতা