ক্রিসমাসের আলোয় সেজে উঠেছে তিলোত্তমা। শহরের পাশাপাশি রঙিন আলোয় সেজে উঠেছে শহরের অন্যতম ঐতিহ্যবাহী শতাব্দীপ্রাচীন সাহেব পাড়া বো ব্যারাক। শনিবার সন্ধে নামতেই বিরাট বিরাট লালবাড়ির পাড়ায় ঢল নেমেছে সাধারণ মানুষের।
ঐতিহ্যবাহী এই বো ব্যারাক (Christmas Festival Bow Barrack) একসময়ে সেনাদের আবাস ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর সেনারা চলে যান। এরপর থেকেই ওখানে থাকতে শুরু করেন স্থানীয় অ্যাংলোরা। তারপর থেকেই বো ব্যারাকই তাঁদের স্থায়ী ঠিকানা হয়ে যায়।
আরও পড়ুন - ২৫ ডিসেম্বরই কেন পালিত হয় যিশু খ্রিস্টের জন্মদিন, জানুন বড়দিনের ইতিহাস
অন্যান্য সময় সাদামাটা হলেও বড়দিনের মরশুমে আলোর মেলায় সেজে ওঠে গোটা এলাকা। সন্ধ্যায় ভিড় থাকে উপচে পড়া। শনিবার বিকেল অর্থাৎ ক্রিসমাস ইভের আগের বিকেল অ্যাংলো ইন্ডিয়ানদের হাতের তৈরি রকমারি স্বাদের কেক, টার্কি, ওয়াইনের স্বাদ নিতে উপচে পড়ছে ভিড়।