মার্চ মাসের শুরু থেকেই গরমে নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে ত্বকের যত্ন নিতে আইস ফেসিয়ালের জুড়ি মেলা ভার। কারণ গরম কালে ট্যান তুলতে মুখ ও গলার জন্য আইস ফেসিয়াল ভীষণ উপকারী।
আর ঠিক কী কী উপকার পাওয়া যায় এই আইস ফেসিয়ালে?
অনেকেরই চোখের তলায় ফুলে যায় । আইস ফেসিয়ালের ফলে এই সমস্যা থেকে সমাধানে পাওয়া যাবে। এতে চোখের ফোলা ভাব কমে যায়।
ত্বক খসখসে হয়ে গেলেও আইস ফেসিয়াল ভীষণ উপকারী।
গরমে বাইরে বেরালে ত্বকে যে জ্বালাপোড়া ভাব হয়, তা সহজেই দূর করে আইস ফেসিয়াল।
শুধু ত্বক নয়। যারা মাইগ্রেনের সমস্যায় ভোগেন তাঁরা আইস ফেসিয়াল করালে অবশ্যই এই সমস্যার সমাধান পাওয়া যায়।