একই দিনে ছুটি, আবার একই সময়ে কাজে বেরনো-ফেরা, এমন দম্পতি আর কজন আছেন। আজকাল বহু অফিসেই নাইট শিফট। স্বামী-স্ত্রীর দু'জনের অফিসের সময় আলাদা, একজনের দিনে কাজ, অন্যজনের রাতে কাজ, এমনটা ঘটছে আকছার। এমনই এক দম্পতি বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। দম্পতিকে নিজেদের মধ্যে আরও বেশি সময় কাটানোর পরামর্শ দিল আদালত।
বেঙ্গালুরুর ঘটনা। পেশায় ইঞ্জিনিয়র দম্পতি বিবাহবিচ্ছেদ চেয়েছেন। তারই প্রেক্ষিতে আদালত দম্পতিকে প্রশ্ন করে জানতে পারেন, তাঁদের একসঙ্গে সময় কাটানো তেমন হয়ে ওঠে না, কারণ দুজনের কাজের সময় আলাদা, একজনের অফিস রাতে, আরেক জনের দিনে। সে কারণেই আরও একবার ভেবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে ওই দম্পতিকে।
প্রসঙ্গত, একসঙ্গে সময় কাটানোর অভাবে দূরত্ব তৈরি হওয়া, এবং সে কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ঘটনা দম্পতিদের মধ্যে নতুন নয়।