কথায় বলে, প্রেম কোনও বাধা মানে না! সমস্ত শারীরিক, মানসিক, ভৌগলিক বাধা পেরিয়ে যুগের পর যুগ ধরে একাত্ম হয়েছেন প্রেমিক-প্রেমিকারা। এবার, সেই ট্র্যাডিশন মেনেই দুই হাত এক হয়ে গেল 'ডাউন সিন্ড্রোম'-এ আক্রান্ত যুগলের। বিয়ে হয়ে গেল তামিল এবং মহারাষ্ট্রীয় মতে।
ভিগনেশ কৃষ্ণস্বামী এবং অনন্যা সাওয়ান্তের বিবাহ সম্পন্ন হল পুনেতে। ২৭ বছর বয়সী ভিগনেশ কর্মসূত্রে থাকেন দুবাইতে। ২২ বছর বয়সী অনন্যা, যিনি পেশায় একজন শিক্ষিকা, তিনিও তাঁর স্বামীর সঙ্গে থাকবেন বলে দুবাইতে যেতে চান।
কিন্তু, কীভাবে এক হল যুগলের হৃদয়? জানা গিয়েছে, এতে বড় ভূমিকা নিয়েছিলেন ভিগনেশের বোন জননী বিশ্বনাথন এবং অনন্যার বোন অশনী সাওয়ান্ত। নিজের পড়াশোনার জন্য গ্রেট ব্রিটেনে থাকেন জননী। অন্যদিকে, চেন্নাইয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অশনী। এই বোনের সূত্রেই এক সুতোয় গেঁথে গেল দুটি মন। তৈরি হল নতুন ও অনবদ্য প্রেম কাহিনীর একটি পরিসরও।