পেশায় তিনি ফ্যাশন ডিজাইনার। ২০১০ সালে ডানা ডোনোফ্রি(Dana Donofree)-র বয়স ছিল ২৮ বছর। হঠাৎ ব্রেস্ট ক্যানসার (Breast Cancer) ধরা পড়ে ডানার। তখনই ডানা বুঝতে পারেন, ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের জন্য বাজারে শুধুই মেডিক্যাল ব্রা (Medical bra), তার সবগুলো যে আরামদায়ক এমনও নয়। ব্যাস! ২০১৪ সালে নিজের অন্তর্বাসের একটি ব্র্যান্ড বানিয়ে ফেললেন ডানা। সংস্থার নাম আনাওনো।
সংস্থাটি মূলত মহিলাদের অন্তর্বাস বানায়। বিশেষ করে যে সব মহিলাদের স্তনের ক্যানসার রয়েছে, তাদের নানা সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়। এইসব মহিলাদের কথা মাথায় রেখেই অন্তর্বাস বানায় আনাওনো(Anaono)। সংস্থার সদর দফতর ফিলাডেলফিয়াতে।
মেয়েদের ডিম্বাণুর মতো শুক্রাণু সংরক্ষণ করতে পারে ছেলেরা, বলছে গবেষণা
স্তনের ক্যানসারে নানা রকম চিকিৎসা পদ্ধতি রয়েছে, সার্জারিও বিভিন্ন ধরণের হয়। প্রত্যেকের আলাদা ধরণের অন্তর্বাসের প্রয়োজন হয়। এদের সবার কথা মাথায় রেখে ওয়ারলেস ব্রা তৈরি করে সংস্থাটি।
নিজের ওয়েবসাইট ছাড়াও ওষুধের দোকান এবং বেশকিছু জনপ্রিয় অনলাইন শপে আনাওনো-র প্রোডাক্ট পাওয়া যায়। স্পেন, ইজরায়েল, কানাডাতেও এখন দেদার বিকোচ্ছে ডানার সংস্থার অন্তর্বাগস সার্জারির অংশে ঘষা যাতে না লাগে, সে দিকে নজর দেওয়া হয় ব্রা তৈরির সময়।
এই বছরে আনাওনার ক্রেতার সংখ্যা পৌঁছতে পারে ৩০,০০০ এ। অনুমান করা হচ্ছে বছরের শেষে সংস্থার লাভ হতে চলেছে ৩০ লক্ষ মার্কিন ডলার।
তবে, শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, ব্রেস্ট ক্যানসারের সচেতনতামূলক নানা কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন ডানা ডোনোফ্রি।