৮ মার্চ দিনটি সারা বিশ্বজুড়েই পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) হিসেবে। পৃথিবীর কোনও দেশে এটি উদযাপনের দিন, কোথাও বা প্রতিবাদের। দিনটির পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস। নারীর অধিকার, লিঙ্গ সাম্য নিয়ে দুনিয়াব্যাপী মানুষের সচেতনতা আরও বাড়াতেই বেছে নেওয়া আলাদা একটা দিন।
বহু দেশে দিনটি পরিচিত আন্তর্জাতিক নারী শ্রমিক দিবস হিসেবেই। ১৯০৮ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (New York) রাস্তায় নেমেছিলেন ১৫,০০০ নারী শ্রমিক। সেই থেকেই ইতিহাসে জায়গা করে নেওয়া এই দিনের। ১৯০৯ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপুঞ্জে প্রথম বার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হল ১৯৭৫ এর ৮ মার্চ।
এ বছরের আন্তর্জাতিক নারী দিবস-এর থিম হল DigitALL: Innovation and technology for gender equality। অর্থাৎ প্রযুক্তির সাহায্যে সমাজে লিঙ্গ সাম্যের প্রতিষ্ঠা।