ছিলেন ফিটনেস ফ্রিক, নিয়মিত ওয়র্ক আউট করতেন, জিমে যেতেন। সেই জিম থেকেই চিরবিদায় নিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত বীর সূর্যবংশী। শুক্রবার সকালে জিমে শরীরচর্চারসময় আচমকাই হার্ট অ্যাটাক হয় ৪৬ বছরের অভিনেতার, ঢলে পড়েন মৃত্যুর কোলে।
বরাবরই নানা কারণে চর্চায় থাকতেন সিদ্ধান্ত। সম্প্রতি নিজের নাম বদলে করেছিলেন আনন্দ। অভিনেতার ব্যক্তিগত জীবনও ছিল বেশ রঙিন। দাম্পত্যকলহের জেরে ২০১৫ সালে প্রথম বিয়ে ভাঙলে ২০১৭ সিধান্ত দ্বিতীয় বার বিয়ে করেন রুশ মডেল আলেশিয়া রাউতকে।
প্রয়াত অভিনেতার প্রথম বিয়েতে এক মেয়ে রয়েছে, নাম দিজা। আলেশিয়ারও এক সন্তান রয়েছে, নাম মার্ক, সকলে একসঙ্গেই থাকতেন মুম্বইতে।
সুফিয়ানা পেয়ার মেরা, কিউ রিস্তো মেইন কাট্টি বাট্টী, কসৌটী জিন্দেগিকি, কুসুম, জনপ্রিয় এই সব ধারাবাহিকে প্রশংসিত হয়েছিল সিদ্ধান্তের অভিনয়।
সাম্প্রতিক কালে জিমে শরীরচর্চার সময়ে অথবা ঠিক পরেই অভিনেতাদের মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর সামনে এসেছে। সিদ্ধার্থ শুক্লা, কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের প্রয়াণে নিয়মিত জিম করার অভ্যাস নিয়েও নানা প্রশ্ন ওঠে।